বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের ভোটে যারা বিশ্বাসী নয়, তারাই দুর্যোগময় মুহূর্তে পদ্মা সেতু উদ্বোধনের নামে আনন্দ-ফুর্তি করছে। ৯ কোটি টাকা দিয়ে সেতুর উদ্বোধন অনুষ্ঠানের জন্য টয়লেট নির্মাণ, ৪ কোটি টাকা দিয়ে প্রচারণা এবং ৩ কোটি টাকা দিয়ে ভারত থেকে শিল্পী না এনে সিলেটের বন্যার্তদের সেই টাকা দিতে পারতেন প্রধানমন্ত্রী। বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে প্রধানমন্ত্রী যে বরাদ্দ দিয়েছেন তা সিলেটের মানুষের সঙ্গে ঠাট্টার শামিল। যুবদলই ঢাকা থেকে সিলেটে প্রধানমন্ত্রীর বরাদ্দের অর্ধেক টাকার সমপরিমাণ ত্রাণ নিয়ে এসেছে। শুক্রবার রাতে নগরীর একটি হোটেলে যুবদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিলেটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি ও তার অঙ্গ সংগঠন রয়েছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, এত বন্ধু ভারত তার ইচ্ছামত পানি ছেড়ে বাংলাদেশকে কখনও ডুবিয়ে দেয়, কখনও শুকিয়ে দেয়। চীন বন্যার আগাম সংবাদে হাজার হাজার মানুষকে সরিয়ে নিতে পারলে বাংলাদেশ পারবে না কেন। আওয়ামী লীগ সেদিকে দৃষ্টি না দিয়ে ব্যস্ত বিদেশে টাকা পাচারে।
পদ্মা সেতু নির্মাণ এমন কিছু নয় দাবি করে তিনি বলেন, একটা মিথ্যা বারবার বলে তারা সত্য বানিয়ে দেয়। সেতু নিয়ে তারা মিথ্যাচার করছে। বিএনপি ক্ষমতায় থাকলেও পদ্মা সেতু করত। এটা যে কোনো সরকারের ধারাবাহিক কাজ। আজ এই সেতু তো কাল সেই সেতু করবে, এটাই স্বাভাবিক।
এ সময় যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সহসভাপতি মাইনুল হাসান, কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম লিটন, গোলাম মওলা শাহিন, ইসহাক সরদার, জগলুল পাশা, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর যুবলের আহবায়ক নজিবুর রহমান নজিব প্রমুখ উপস্থিত ছিলেন।