গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে দলের চট্টগ্রাম মহানগর শাখা। শুক্রবার বাদ জুমা নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

সিলেটের বানভাসি মানুষের সহায়তায় দেশের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, সিলেটে বন্যার প্রথম দিন থেকে মানুষের পাশে রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গতদের সহায়তার জন্য একটি দল গঠন করা হয়েছে। বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে পাওয়া অর্থ, পোশাক ও খাদ্য সহায়তা নিয়ে সিলেটের বন্যাদুর্গতদের মধ্যে বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আর ইউ চৌধুরী শাহীন, গাজী সিরাজ উল্লাহ প্রমুখ।