- সারাদেশ
- দুই মাদ্রাসাছাত্রকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ
দুই মাদ্রাসাছাত্রকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকের বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। জামিয়া আরাবিয়া রহিম নেওয়াজ খান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মিয়ার মনিরের বিরুদ্ধে অভিযোগ, তিনি হেফজ বিভাগের ছাত্র রাকিবুল ইসলাম ও সানোয়ার হোসেনকে আটকে রেখে নির্যাতন চালিয়েছেন। পরে এক শিক্ষার্থী ৯৯৯ নম্বরে ফোন দিলে বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের উদ্ধার করে।
নির্যাতনের শিকার শিক্ষার্থী সানোয়ারের মামা সাদ্দাম হোসেন বলেন, তাঁর ভাগিনা অপরাধ করলে কর্তৃপক্ষ তাদের ডেকে নিয়ে জানাতে পারত। শিক্ষক মনির জানান, এ দুই ছাত্রের সমকামি জানতে পেরে তিনি শাস্তি দিয়েছেন।
শিক্ষার্থীদের ঝলসে দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তারা গরম পানিতে পড়ে গিয়েছিল। এ কারণে সামান্য ফোস্কা পড়েছে।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, শিক্ষার্থীদের পরিবারকে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন