- সারাদেশ
- চট্টগ্রামে বিপন্ন প্রজাতির ২ বনরুই উদ্ধার, গ্রেপ্তার ৪
চট্টগ্রামে বিপন্ন প্রজাতির ২ বনরুই উদ্ধার, গ্রেপ্তার ৪

ছবি: পুলিশের সৌজন্যে
চট্টগ্রামে বিপন্ন প্রজাতির দুটি বনরুই উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- চট্টগ্রামের আনোয়ারা থানার ইদ্রিস, কর্ণফুলী থানার শিকলবাহা গ্রামের নূর হোসেন, হাটহাজারী থানার নাঙ্গলমোড়া গ্রামের বিপুল শীল ও নেত্রকোনার কেন্দুয়ার রায়হান।
নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোবারক হোসাইন সমকালকে জানান, বন্যপ্রাণী পাচার করতে কিছু লোক কর্ণফুলী সেতু এলাকায় জড়ো হয়েছে বলে তারা গোপন সূত্রে জানতে পারেন। এরপরই অভিযান চালিয়ে বনরুই উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার আলী হোসেন বলেন, ‘বনরুই দুটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, তারা এগুলো পার্বত্য অঞ্চল থেকে সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে এসেছিলেন।’
স্তন্যপায়ী বনরুইকে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব ন্যাচারের (আইইউসিএন) তালিকায় বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনেও বনরুই সংরক্ষিত প্রাণী। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী সমকালকে বলেন, বনরুইগুলো ভারতীয়, চীনা নাকি মালয় প্রজাতির- তা শনাক্ত হয়নি। শনাক্ত হলে এগুলোকে বনে ছেড়ে দেওয়া হবে।
মন্তব্য করুন