- সারাদেশ
- গাজীপুরে ঘরের ভেতর যুবকের রক্তমাখা লাশ
গাজীপুরে ঘরের ভেতর যুবকের রক্তমাখা লাশ

প্রতীকী ছবি
মা-বাবা ও স্বজনদের সঙ্গে কয়েকদিন সময় কাটিয়ে গাজীপুরের কর্মস্থলে ফিরে আসে রনী বাবু। ঈদের আগে আবার গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল ২২ বছরের তরুণ রনীর। কিন্তু সে সুযোগ আর হলো না। দুর্বৃত্তরা বসত ঘরের ভেতর ঢুকে গলাকেটে তাকে হত্যা করেছে।
কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। আজ শুক্রবার দুপুরে গাজীপুর মহানগরের মোগড়খাল এলাকায় বসতঘর থেকে রনী বাবুর রক্তমাখা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জামালপুরের মল্লিকপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে রনী গাজীপুর মহানগরের মোগড়খাল এলাকায় ভাড়া থেকে বিভিন্ন পোশাক কারখানায় চুক্তিতে প্যান্ট ওয়াশের কাজ করত। ভাড়া বাসার এক রুমে তার সঙ্গে থাকত আরও দুই সহকর্মী। গত বুধবার জামালপুরের গ্রামের বাড়ি থেকে এসে একাই ওই ঘরে বসবাস করছিল রনী বাবু। গ্রাম থেকে এসে দুই সহকর্মীকে পায়নি রনী।
পুলিশ জানায়, রনী বাসায় ফেরার আগেই তারা নিজেদের কাজে এলাকার বাইরে চলে যায়। বাড়ির তত্ত্বাবধায়ক হেলাল উদ্দিন জানান, সকালে ভাড়া চাওয়ার জন্য দরজায় টোকা দিলে দরজা খুলে যায়। পরে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে গায়ে হাত দিয়ে রক্তমাখা শরীর দেখে বাড়িওলাকে জানালে তিনি থানা পুলিশ খবর দেন। বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ঘরের ভেতর ফেলে রেখে চলে যায়।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পরিদর্শক মালেক খসরু খান জানান, কে বা কারা কী কারণে হত্যা করেছে সেটা পুলিশ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন