- সারাদেশ
- ট্রাকচাপায় গেল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ
ট্রাকচাপায় গেল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ

প্রতীকী ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোকবুলের দোকান এলাকার নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ব্যাক্তিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
নিহত একজনের নাম মো. রনি খান (২৫)। তিনি ফরিদপুর হাড়োকান্দি এলাকার মো. আব্দুল জলিল খানের ছেলে। তিনি একজন মোটর মেকানিক ছিলেন। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত ব্যাক্তির নাম স্বপন। তিনি জেলার নগরকান্দা উপজেলার বাসিন্দা।
নিহত রনি খানের বড় ভাই মো. হেলাল খান তার ভাইয়ের পরিচয় নিশ্চিত করে জানান, তার ভাই একজন মোটর মেকানিক। ধুলদি বাজারে তার গ্যারেজ। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। কিছুদিন যাবত গ্যারেজে কাজ কম থাকায় তার ভাই দিনে গ্যারেজ খোলা রাখেন এবং সন্ধ্যার পর থেকে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন ।
হেলাল খান আরও জানান, শনিবার সন্ধ্যার আগে তার ভাই রনি খান যাত্রীর খোঁজে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে বের হন। রাত ১১ টার দিকে তাকে ফোন করে কেউ একজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যেতে বলেন। সেখানে গিয়ে ভাইকে তিনি মৃত অবস্থায় পান। ।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, শনিবার রাতে মোটরসাইকেলে তিনজন আরোহী দৌলতদিয়া থেকে আসছিলেন। যানটি মোকবুলের দোকান এলাকায় পৌঁছলে ঢাকাগামি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।
ওসি আরও জানান, নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। ট্রাকের চালককে আটকে অভিযান ও আইনি পদক্ষেপ চলমান আছে।
মন্তব্য করুন