- সারাদেশ
- ‘খ’ ইউনিটে প্রথম রাজেন্দ্র কলেজের নাহনুল
‘খ’ ইউনিটে প্রথম রাজেন্দ্র কলেজের নাহনুল

পুরোনা সংগৃহীত ছবি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ (সোমবার) প্রকাশ হয়েছে। এবার প্রথম হয়েছেন ফরিদপুরের শিক্ষার্থী নাহনুল কবির নুয়েল। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলেন। তাঁর মোট নম্বর ৯৬ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৬ দশমিক ৫০)।
দ্বিতীয় হয়েছেন বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজের তাবিয়া তাসনিম। আর তৃতীয় অবস্থানে আছেন মাদারীপুরের সরকারি নাজিমুদ্দীন কলেজের ছাত্রী সাবরিন আর্কা।
দ্বিতীয় ও তৃতীয় অবস্থানের দুজনেরই প্রাপ্ত নম্বর ৯৬ দশমিক ২৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৬ দশমিক ২৫)। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসারে তাদের অবস্থান ঠিক করা হয়েছে।
‘খ’ ইউনিটের ভর্তি কার্যক্রম শেষ করে দ্রুততম সময়ে এই শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে ঢাবি প্রশাসনের।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে ৪ জুলাই বেলা তিনটা থেকে ২১ জুলাই বিকেল চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের ১৭ থেকে ২৪ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। এসব ফরম যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন কার্যালয়ে জমা দিতে হবে। কারও ফলাফল নিয়ে সন্দেহ থাকলে তা নিরীক্ষার জন্য ফি দেওয়া সাপেক্ষে ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত কলা অনুষদের ডিন কার্যালয়ে জমা দিতে হবে।
গত ৪ জুন ‘খ’ ইউনিটের পরীক্ষা হয়েছিল। আজ বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল শ্রেণিকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন উপাচার্য মো. আখতারুজ্জামান।
ফল জানা যাবে যেভাবে
‘খ’ ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admissions.eis.du.ac.bd) থেকে ফলাফল জানতে পারছেন। এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক বা টেলিটক নম্বর থেকে ‘DU KHA Roll No' ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে।
মন্তব্য করুন