- সারাদেশ
- পেটের ভেতর ইয়াবা
পেটের ভেতর ইয়াবা

গ্রেপ্তার দুইজন
পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের কাছে এক হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া গেছে।
সোমবার র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ীর ধলপুর থেকে সন্দেহজনকভাবে তাদের আটক করে। পরে তাদের পেটের ভেতর থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবা বের করা হয়। এর মূল্য প্রায় নয় লাখ টাকা।
র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা পেশাদার মাদক বিক্রেতা। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে এই অভিনব কায়দায় যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তারা।
মন্তব্য করুন