- সারাদেশ
- রামপুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রামপুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রইস উদ্দিন (৪৬) মারা যান।
হাতির ঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) বলেন, 'রামপুরা কাঁচাবাজারের পাশের রাস্তায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পুলিশ মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায় এবং পরে তা মর্গে রাখা হয়।
মন্তব্য করুন