গত বছরের ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের সময় পিস্তল হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যুবক বায়েজিদ আহম্মেদ টরি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ১৯ বছর বয়সী বায়েজিদ সিরাজগঞ্জ শহরের একডালা মধ্যপাড়ার আজিম উদ্দিনের ছেলে। 

ডিবি পুলিশ জানিয়েছে, বায়েজিদের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে সেই মামলায় আদালতে পাঠানো হবে।  

গত বছরের ওই দিন সিরাজগঞ্জে বিএনপির সমাবেশ ঘিরে সরকারি কলেজ রোডে দলটির নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ হয়। সে সময় অস্ত্র হাতে তিন তরুণের ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।  সংবাদমাধ্যমগুলোতেও সেই ছবি প্রকাশ হয়। সংঘর্ষের সময় বায়েজিদের মাথায় ক্রিকেট খেলার হেলমেট ও গলায় মাফলার ছিল। এ ঘটনার পর থেকে বায়েজিদ পলাতক ছিল।