ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। এজন্য আজ (শনিবার) ভোর ৫টা থেকে রোববার বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল, ভাদুঘর, কাউতলি, পুনিয়াউটসহ শহরের দক্ষিণাংশ এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। এসব এলাকাসহ শহরের আবাসিক ও শিল্প কলকারখানায় গ্যাসের চাপ কম থাকবে।

ব্রাহ্মণবাড়িয়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।  

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি কারিগরি দল এই গ্যাস সংযোগের পাইন লাইন স্থানান্তর করবে। গ্যাস লাইনের পাইপ স্থানান্তরের কাজ শেষ করতে তারা দুই দিনের সময় নিয়েছে। তবে দুই দিন লাগবে না, একদিনেই কাজ হয়ে যাবে আশা করছি।

তিনি বলেন, গ্যাস লাইনের কাজের জন্য শিল্পপ্রতিষ্ঠান ও বাসা বাড়িতে গ্যাসের চাপ একটু কম থাকবে। বিশেষ করে কাউতলি ও ভাদুঘরের আশপাশ এলাকায় চাপ কম থাকার সম্ভাবনা বেশি রয়েছে। বাকি এলাকায় গ্যাস পাবে- কিন্তু একটু কম পাবেন। গ্যাসের সংযোগের আরেকটি লাইন রয়েছে। তাই তেমন সমস্যা হবে না।