ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল ট্রাক, হেলপারের মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল ট্রাক, হেলপারের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে। ছবি- সমকাল।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২২ | ০১:০৭ | আপডেট: ০২ জুলাই ২০২২ | ০১:০৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এতে হেলপারের মৃত্যু হয়েছে। নিহত হেলপার মো. শান্ত (১৯) ঝিনাইদহের কালীগঞ্জের মৃত মহব্বত আলীর ছেলে। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুবেল (২৫) আহত হয়েছেন। 

আজ শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। 

জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে চাঁদমহল সিনেমা হলের সামনে মালবাহী ট্রাকটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। পরে এসএস-এর একটি দোকানে ঢুকে যায়। এ সময় গাড়ির চালককে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং হেলপার ঘটনাস্থলেই মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নবীর হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×