- সারাদেশ
- মাথাবিহীন মরদেহ মিলল বেড়িবাঁধে
মাথাবিহীন মরদেহ মিলল বেড়িবাঁধে

হবিগঞ্জ এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার মাছুলিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মরদেহটি পৌরসভার ইনাতাবাদ এলাকার মোঘল মিয়ার ছেলে কদর আলীর (৪৫) বলে নিশ্চিত করেছেন নিহতের স্বজনরা। শুক্রবার থেকে ওই ব্যক্তি নিখোঁজ থাকায় তার স্বজনরা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধারের খবর পেয়ে তারা গিয়ে মৃতদেহটি শনাক্ত করে।
স্থানীয়রা জানায়, সকালে মাছুলিয়া খোয়াই নদীর পাড়ে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করে। মাথা উদ্ধারে পুলিশের অভিযান চালাচ্ছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সিসি টিভি ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও জানান, শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
মন্তব্য করুন