- সারাদেশ
- বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে খাদে ট্রলি, নিহত ২
বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে খাদে ট্রলি, নিহত ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। শনিবার দুপুরে উপজেলার তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উত্তর সোনাখালী গ্রামের আ. আজিজ সিকদারের ছেলে হিরু সিকদার (৫০) এবং একই গ্রামের নয়া মিয়া ফকিরের ছেলে জাহাঙ্গীর ফকির (৫৩)। এছাড়া আহতরা হলেন ওই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩৫), আ. রশিদ মাতুব্বরের ছেলে ইউনুচ মাতুব্বর (৫৮) ও গরু বহনকারী ট্রলি গাড়ির চালক হিরু মীর (৩০)।
আহতরা জানায়, পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে গরুর মালিক শাহিন ও ইউনুচ শনিবার ভোর রাতে দুই জন শ্রমিক নিয়ে দুইটি ট্রলি গাড়ি যোগে ২৬টি গরু বিক্রির জন্য পাশ্ববর্তী ভান্ডারিয়া পৌর বাজারে যান। সকাল সাড়ে নয়টায় গরু বিক্রি শেষে মঠবাড়িয়ায় ফেরার পথে তুষখালী হাওলাদার ফিলিং স্টেশনের সামনের সড়কে পৌঁছলে ঢাকা থেকে পাথরঘাটাগামী যাত্রীবাহী বনফুল পরিবহনের বাস একটি ট্রলিতে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুই জন নিহত ও তিন জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক হিরু সিকদার ও জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, শনিবার সকালে তারা ৫ বন্ধু ইজিবাইক যোগে ভান্ডারিয়ার হরিণপালা ইকোপার্কে যাচ্ছিলেন। এসময় বনফুল গাড়ির চাপায় গরু ব্যাপারিদের রাস্তায় পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে যান।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালকসহ গাড়ির সহকারী ও সুপারভাইজর পালাতক রয়েছে।
মন্তব্য করুন