- সারাদেশ
- পথে পথে ব্যারিকেড, ত্রাণ না দিয়েই ঢাকায় ফিরলেন বিএনপি নেতারা
পথে পথে ব্যারিকেড, ত্রাণ না দিয়েই ঢাকায় ফিরলেন বিএনপি নেতারা

রাস্তায় যুবলীগ ও ছাত্রলীগ ব্যারিকেড বসায়
ফেনীর ফুলগাজীর দৌলতপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ দেয়ার কর্মসূচি ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। কিন্তু তাদের অভিযোগ, শনিবার সকাল থেকে ফুলগাজী যাওবার পথে কয়েক স্থানে যুবলীগ ও ছাত্রলীগ ব্যারিকেড বসানোর কারণে দৌলতপুর পৌঁছতে পারেনি বিএনপি। পরে ফেনীতে করা সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে নেতারা ঢাকায় ফিরে যান।
জানা গেছে, সকাল ১০টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা দলের আহবায়ক আবদুস সালামের নেতৃত্বে ফেনী পৌঁছান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু জানান, ফেনীর মহিপাল ফ্লাইওভারের কাছে তাদের বহর থামায় পুলিশ। পরে পুলিশ তাদেরকে ফুলগাজীতে ১৪৪ ধারা জারি রয়েছে জানিয়ে ঢাকায় ফেরত যেতে বলে । এরপর ফেনী জেলা বিএনপি কার্যালয়ে একান্ত বৈঠকে মিলিত হয়ে উদ্ভূত’ত পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতারা ফেনী বিএনপির সাথে আলোচনায় বসেন। পরে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফুলগাজী না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং ত্রাণ সামগ্রী জেলা বিএনপির হাতে হস্তান্তর করা হয়। সংবাদ সম্মেলনে আবদুস সালাম বলেন, সরকার বানভাষী মানুষদের সহায়তা করেনি। এখন বিএনপিকেও সহায়তা করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে রফিকুল আলম মজনু জানান, ফুলগাজীর বিভিন্ন স্থানে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের সহায়তায় ব্যারিকেড বসিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছে ।
এদিকে, দৌলতপুরসহ ফুলগাজীর প্রতিটি গ্রামে বিএনপি নেতাদের বাড়িতে শুক্রবার রাতে যুবলীগ ছাত্রলীগ কর্মীরা অভিযান চালায় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নাম্বারে ফোন করেও তাদের পাওয়া যায়নি।
মন্তব্য করুন