দিনাজপুরের বিরলে রাস্তায় সাইড না দেওয়ায় প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানচালককে কুপিয়ে হত্যার ঘটনায় পাভেল রানা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।

পরে গ্রেপ্তার আসামি পাভেল রানা শুক্রবার রাত ৯টার দিকে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

পাভেল রানা বিরল উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের পাঁচমারা গ্রামের বাসিন্দা।

এর আগে গত ২১ ও ২২ জুন দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা নারায়নপুর গ্রামের শাহিনুর আলম মানিক (৪২) ও বোচাগঞ্জ উপজেলার মুর্শিদহাট গ্রামের রনি হাসানকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। এই মামলায় পাভেল রানাসহ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার বাকি আসামিদেরও গ্রেপ্তার করে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজন অনুযায়ী আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে।  

জানা যায়, গত ২০ জুন সোমবার বিকেল পৌনে ৩টার দিকে বিরল উপজেলার ধুকুরঝাড়ী পাওয়ার স্টেশনের সামনে রাস্তায় সাইড না দেয়ায় ৪টি মোটরসাইকেলে থাকা লোকজন প্রাণ-আরএফএল গ্রুপের ভ্যানচালক মোস্তফাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় চালকের সহকারী আমিনুর রহমানকেও মারধর করা হয়। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তফা টাঙ্গাইলের ধনবাড়ী থানার বড়ইযান গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে।

এই ঘটনায় পরের দিন নিহতের বড় ভাই কাওছার আলী আবু রায়হান বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির নামে হত্যা মামলা দায়ের করেন।