শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মাসুদ রানাকে কুপিয়ে জখম করেছেন পৌর যুবদলের আহ্বায়ক মেয়র প্রার্থী মাহমুদুল হাসান সজল ও তার সমর্থকরা।

শনিবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর বাজারের সিরাজ ম্যানশনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত খন্দকার মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব ইকবাল হোসেন হিরু বলেন, পাঁচ মাস আগে স্বেচ্ছাসেবক দলের খন্দকার মাসুদ রানা ও পৌর যুবদলের মাহমুদুল হাসান উজ্জ্বলের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতারা বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন। শনিবার হঠাৎ মাহমুদুল হাসান সজল ও তার লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মাসুদ রানার ওপর হামলা করেন। তার অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়।

হিরু বলেন, বিষয়টি নিয়ে জেলা বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু বলেন, মাহমুদুল আসান সজল যে ঘটনা ঘটিয়েছেন, তা ন্যক্কারজনক। জেলা যুবদল তাকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে কথা বলতে পৌর যুবদলের আহ্বায়ক মেয়র প্রার্থী মাহমুদুল হাসান সজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ মাহমুদ খান বলেন, হামলায় আহত মাসুদ রানার পরিবারের সদস্যরা থানায় এসেছিলেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।