- সারাদেশ
- জাল টাকাসহ শিক্ষার্থী আটক, পালাল মূল হোতা
জাল টাকাসহ শিক্ষার্থী আটক, পালাল মূল হোতা

প্রতীকী ছবি
নেত্রকোনার কলমাকান্দায় বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সময় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ১৫ হাজার পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় পালিয়ে গেছে বাবুল মিয়া (২৬) নামের মূল হোতা। এ ঘটনায় শনিবার পুলিশের উপপরিদর্শক শহীদুল ইসলাম বাদী হয়ে দু'জনের বিরুদ্ধে মামলা করেছেন।
বাবুল মিয়ার বিরুদ্ধে বিকাশের মাধ্যমে প্রতারণার কয়েকটি মামলা রয়েছে। তিনি উপজেলার রংছাতি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাবুল মিয়া বড় ভাই নজরুল মিয়ার শ্বশুরবাড়িতে বেড়ানোর কথা বলে ওই শিক্ষার্থীকে মোটরসাইকেলে করে উপজেলার একটি স্থানে নিয়ে আসে। একটি নম্বরে বিকাশ করার জন্য বাবুল জাল নোটগুলো শিক্ষার্থীর হাতে দেয়। বিকাশ দোকানের মালিক নোটগুলো দেখে সন্দেহ হলে শিক্ষার্থীকে ধরে রাখে। এ সময় বাবুল মোটরসাইকেল রেখেই কৌশলে পালিয়ে যায়।
কলমাকান্দার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান বলেন, মূল হোতা বাবুলকে ধরতে কাজ করছে পুলিশ। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। কিছুদিন আগেও বাবুলকে গ্রেপ্তার করা হয়েছিল। এলাকায় বিকাশ প্রতারক নামে পরিচিতি রয়েছে বাবুলের।
মন্তব্য করুন