কোনো ধর্মই দুর্নীতিকে সমর্থন করে না। যত সমাজ ব্যবস্থা ও রাষ্ট্র আছে কেউই দুর্নীতিকে সমর্থন দেয় না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ।

রোববার সকালে গোপালগঞ্জ শহরের চাঁদমারী রোডে দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণ করার জন্য সবাই কাজ করে যাচ্ছেন। দুর্নীতি দমন ও মুক্ত রাখা দরকার।  কারণ দুর্নীতি থাকলে আমাদের কাঙ্খিত উন্নয়ন পেতে বিলম্ব হবে।

তিনি আরও বলেন, প্রতিরোধের কাজটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে দমনের কাজটা সহজ হয়ে যাবে। তবে প্রতিরোধ শুধু আইন দিয়ে হবে না, এটা ব্যক্তি ও পারিবারিক জীবনে অনুসরণ করতে হবে।

এর আগে জেলা শহরের চাঁদমারী রোডে দূর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয় চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাশেদুর রহমান সভাপতিত্ব করেন। আলোচনা সভায় দুদকের পরিচালক মো.আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বক্তব্য রাখেন।