- সারাদেশ
- আশুলিয়ায় পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা
আশুলিয়ায় পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

সাভারের আশুলিয়ায় রাকিবুল ইসলাম উজ্জ্বল (২৪) নামে এক পোশাকশ্রমিককে ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাকিবুল। গত শুক্রবার আশুলিয়ার ভাদাইল কাঁঠালতলা এলাকার বাসা থেকে তাকে ডেকে নিয়ে রড দিয়ে পেটানো হয়। বন্ধুরাই তাকে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।
নিহত রাকিবুল বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার নতুন ইপিজেডের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
নিহত রাকিবুলের চাচাতো ভাই সজিব জানান, সম্প্রতি রাকিবুলের বন্ধু গোলাম রব্বানির সঙ্গে নারীঘটিত বিষয় নিয়ে জুয়েল নামে অপর বন্ধুর মারামারি হয়। এর জের ধরে গত শুক্রবার রাতে জুয়েল ফোন করে রাকিবুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে পরিকল্পনা অনুযায়ী আগে থেকেই অবস্থান নেওয়া আরও পাঁচ-সাতজন মিলে রাকিবুলকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
রাকিবুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র এবং পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন