- সারাদেশ
- কমলাপুরে টিকেটপ্রত্যাশীদের ভিড় কম, দেরিতে ছেড়েছে কিছু ট্রেন
কমলাপুরে টিকেটপ্রত্যাশীদের ভিড় কম, দেরিতে ছেড়েছে কিছু ট্রেন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদের অগ্রিম টিকেট বিক্রির শেষ দিন আজ মঙ্গলবার। অন্যান্য দিনের তুলনায় আজ টিকেটপ্রত্যাশীদের ভিড় কম দেখা গেছে। শেষ দিন হিসেবে আজ বিক্রি হচ্ছে ৯ জুলাইয়ের টিকিট। ঈদের আগের দিন হওয়ায় টিকেটের চাহিদা কিছুটা কম ছিল আজ।
এদিকে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের চাইতে দেরিতে ছাড়ায় যাত্রীদের দুর্ভোগ লক্ষ্য করা দেখা গেছে। আজ চারটি ট্রেন দেরিতে ছেড়েছে। কিছু ট্রেন ২০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিলম্বে ছেড়ে গেছে।
নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও ৭টা ৫৫ মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সুন্দরবন এক্সপ্রেসে ট্রেন ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সোয়া ৯টা পর্যন্ত ট্রেনটি কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়নি।
ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টায় কমলাপুর রেলস্টেশন ছাড়ার কথা থাকলেও ট্রেনটি কমলাপুর ছাড়ে দেড় ঘণ্টা পর।
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, যেসব ট্রেন বিলম্বে ছেড়েছে এটাকে আসলে শিডিউল বিপর্যয় বলে না। আমাদের অপারেশনাল বিলম্ব ছিল। আশা করি আগামী দিনগুলোতে এটা ঠিক হয়ে যাবে।
আজ প্রথম দিন মোট ৩৭ জোড়া ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে।
মন্তব্য করুন