- সারাদেশ
- জনগণের টাকা লুটেরাদের বিলিয়ে দিচ্ছে সরকার: গণফোরাম
জনগণের টাকা লুটেরাদের বিলিয়ে দিচ্ছে সরকার: গণফোরাম

যৌথসভা চলাকালীন একটি চিত্র
বাংলাদেশের জনগণের টাকা লুটেরাদের সুবিধার্থে অবৈধ আওয়ামী লীগ সরকার বিলিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে গণফোরাম।
মঙ্গলবার দলটির এক যৌথসভায় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, সরকারের উন্নয়নের লুকোচুরি প্রকাশিত হওয়া শুরু হয়েছে। যদি এতোই উন্নয়ন করে থাকেন তাহলে সারাদেশে লোডশেডিং কেন হচ্ছে?
তিনি বলেন, এতদিন গলা ফাটিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক সংকটে পড়বে না, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হবে না। তবে এখন কেন বলছেন শ্রীলঙ্কার মতো গভীর অর্থ সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণফোরাম সভাপতি পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আসাদুজ্জামান বীর প্রতীক।
সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ।
মন্তব্য করুন