চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ক্ষতবিক্ষত আট লাশ শনাক্ত হয়েছে। দুর্ঘটনার মাসখানেক পর ডিএনএ পরীক্ষায় পরিচয় পাওয়ায় লাশ বুঝে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরিবারে খবর দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।

শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন- আখতার হোসেন, আবুল হাশেম, মনির হোসেন, বাবুল মিয়া, সাকিব, মো. রাসেল, মো. শাহজাহান ও আবদুস সোবহান ওরফে আবদুর রহমান।

গত ৪ জুন উপজেলার সোনাইছড়ির কেশবপুর গ্রামে বিএম কনটেইনার ডিপোতে দুর্ঘটনার পর থেকে উদ্ধার হচ্ছে লাশের পর লাশ। গত বুধ ও শনিবার আরও দুটি লাশের হাড়-গোড় পাওয়া যায়। এ নিয়ে ৫১ জনের লাশ উদ্ধার হয়েছে। দুর্ঘটনাস্থলে আরও লাশ থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। মরদেহগুলোর মধ্যে ২৯টির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত না হওয়ায় লাশ ও সম্ভাব্য স্বজনের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা করা হয়। প্রথম পর্যায়ে আটজনের পরিচয় নিশ্চিতের খবর এলো। অন্য লাশের রিপোর্ট পর্যায়ক্রমে আসবে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।

তিনি বলেন, লাশগুলো হস্তান্তরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বজনরা এসে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করলে তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।