- সারাদেশ
- ছাগলের চামড়া কিনে বিপাকে দুই সহোদর
ছাগলের চামড়া কিনে বিপাকে দুই সহোদর

বগুড়া শহরের থানার মোড় এলাকায় চামড়া নিয়ে বসে আছেন গোলাপ রবিদাস। ছবি- সমকাল
বগুড়ায় ছাগলের চামড়া কিনে বিপাকে পড়েছেন দুই সহোদর গোলাপ রবিদাস ও দুলাল রবিদাস। রোববার ঈদুল আজহায় কোরবানি হওয়া এসব ছাগলের চামড়া কিনে বিক্রি করতে গিয়ে কোনো ক্রেতা পাচ্ছেন না তারা।
জানা যায়, প্রতিটি চামড়া ৮/১০ টাকা করে প্রায় ৩০০ চামড়া কিনেছেন গোলাপ রবিদাস ও দুলাল রবিদাস। কিন্ত ওই চামড়া বিক্রি করতে গিয়ে কোনো ক্রেতা পাচ্ছেন না তারা।
ঈদের দিন সন্ধ্যায় বগুড়া শহরের থানার মোড় এলাকায় চামড়া নিয়ে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায় গোলাপ রবিদাসকে। তিনি জানান, সকাল থেকে বিভিন্ন এলাকা হতে ৮ থেকে ১০ টাকা করে প্রায় ৩০০ পিস ছাগলের চামড়া কিনেছেন তারা দুই ভাই।
তিনি আরও জানান, পাইকার ও আড়তে চামড়া বিক্রি করতে গিয়ে কেউ কিনতে রাজি হননি। তাই বাধ্য হয়ে শহরের থানার মোড়ে চামড়া নিয়ে ক্রেতার জন্য বসে আছেন বলে জানান তিনি।
মন্তব্য করুন