কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।

আটকরা হলো নবি হোসেনের ছেলে হোসেন (২২), নুরুল ইসলামের ছেলে জুহুর আলম (২০), মৃত নুর মোহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (২০)। তারা প্রত্যেকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার সময় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকে অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এপিবিএন। এ সময় পুলিশের উপিস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া করে তাদের আটক করা হয়। তাদের দেহ তল্লাশি চালালি ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।