- সারাদেশ
- মিঠামইন হাওরে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ মিলল
মিঠামইন হাওরে গোসল করতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ মিলল

তানজীব সারোয়ার হিমেল
কিশোরগঞ্জের মিঠামইন হাওরে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর তানজীব সারোয়ার হিমেলের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোসল করতে নামার পর নিখোঁজ হন।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে মিঠামইনের গোপদীঘি ইউনিয়নের হাসনপুর সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের চার সদস্যের একটি ডুবুরিদল হাসনপুর সেতু এলাকায় গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সকাল সোয়া ১০ টার দিকে হাসনপুর সেতুর ২০-২৫ ফুট দূর থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন তারা।
এর আগে বুধবার পরিবারের সদস্যদের সঙ্গে মিঠামইনে বেড়াতে যান হিমেল। সন্ধ্যা ৬টার দিকে হাসনপুর সেতুর কাছে হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। হিমেল কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নামাপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে।
মন্তব্য করুন