- সারাদেশ
- সব সাংগঠনিক ইউনিটে আসছে নতুন কমিটি
সব সাংগঠনিক ইউনিটে আসছে নতুন কমিটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে চাঙ্গা করতে উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিএনপি। দক্ষিণ জেলা, উত্তর জেলা, মহানগর, সব উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিটে নতুন কমিটি করে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী তিন মাসের মধ্যেই এসব ইউনিটে নতুন কমিটি করার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলতি মাসের মধ্যেই নির্দেশনা অনুসারে দলের তৃণমূলে কাজ শুরু হচ্ছে। উভয় জেলার আহ্বায়ক কমিটি সূত্রে এসব তথ্য জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এ ছাড়া ২০১১ সালের ১০ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর ১১ বছর অতিবাহিত হলেও বিএনপির কুমিল্লা মহানগর কমিটি দেওয়া হয়নি। গত ৩০ মে কুমিল্লা মহানগর বিএনপির কমিটিতে আহ্বায়ক পদে আমিরুজ্জামান ও সদস্য সচিব পদে ইউসুফ মোল্লা টিপুকে রেখে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
তবে কমিটি থেকে আমিরুজ্জামানকে অব্যাহতি দেওয়ার পর এ পদে এখন আছেন যুগ্ম আহ্বায়ক শওকত আলী বকুল। একই দিনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক করা হয় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনকে এবং জসিম উদ্দিনকে করা হয় সদস্য সচিব।
আহ্বায়ক কমিটির কোনো পদে রাখা হয়নি বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে। অন্যদিকে উত্তর জেলা বিএনপির কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকারকে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে এ এফ এম তারেক মুন্সীকে।
বিএনপির একাধিক সূত্র জানায়, গত ৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কুমিল্লার দুটি সাংগঠনিক জেলা, উপজেলা ও মহানগর বিএনপির নেতাদের ভার্চুয়াল বৈঠক হয়। এতে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সব ইউনিটের নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
ওই বৈঠকে কুমিল্লা সিটি নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে অংশ নেওয়া প্রার্থীদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে কেউ কেউ মত দিলেও কোনো সিদ্ধান্ত দেননি তারেক রহমান। চলতি মাস থেকেই সাংগঠনিক দুটি জেলার যেসব ইউনিটে কমিটি আছে, সেখানে আহ্বায়ক কমিটি গঠনের পরই স্বল্প সময়ের মধ্যে এগুলোতে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। সব ইউনিটের কমিটি গঠন করতে আমাদের তিন মাসের সময় দেওয়া হয়েছে। আগে আমরা সব ইউনিটের কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করব।
কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বলেন, মহানগর প্রতিষ্ঠার প্রায় এক যুগ পর আমরা নতুন আহ্বায়ক কমিটি পেয়েছি। আশা করি, এ সময়ের মধ্যে দলের তৃণমূলের নেতাকর্মীর সমন্বয়ে নগরীর ২৭টি ওয়ার্ডের কমিটির কাজ শেষ করে আনতে পারব।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজি আমিন উর রশিদ ইয়াছিন বলেন, দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে নতুন কমিটি গঠনের বিকল্প নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের তৃণমূলে আমরা কাজ শুরু করেছি। আশা করি, নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ করতে পারব।
কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া সমকালকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সব ইউনিটে নতুন কমিটি গঠনের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
তিন মাসের মধ্যে কেউ কমিটি গঠন করতে না পারলে যৌক্তিক কারণ থাকলে হয়তো সময় বাড়িয়ে দেওয়া হতে পারে। তিনি আরও বলেন, সাংগঠনিক বিধি অনুসারে ওয়ার্ড থেকে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়ে জেলায় এসে শেষ হবে।
মন্তব্য করুন