মেহেরপুরের গাংনীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা এগারটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন আলী গাংনী উপজেলার মুন্দা মাঝের গ্রামের হকজেল আলীর ছেলে। রিপন একটি সিগারেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বামন্দী ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী বিশ্বাস বলেন,সকালে রিপন হোসেন মোটরসাইকেল যোগে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাতলামারী বাজারে যাচ্ছিলেন। পথে আকুবপুর বাজার এলাকায় পৌঁছলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয় ।

গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন,দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকসহ চালককেও আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।