- সারাদেশ
- বিয়ের আগের দিন ফাঁস নিলেন তরুণী
বিয়ের আগের দিন ফাঁস নিলেন তরুণী

প্রতীকী ছবি
বরিশালের গৌরনদীতে লিজা আক্তার (১৮) নামে বিয়ের পিঁড়িতে বসতে চলা এক তরুণীর মরদেহ উদ্ধার হয়েছে। ওই তরুণীর বাড়ি উপজেলার বার্থী ইউনিয়নের বেঁজগাতি গ্রামে। উপজেলার বার্থী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন তিনি।
লিজা গ্রামের ফলবিক্রেতা আব্দুল হক সরদারের মেয়ে। আজ বৃহস্পতিবার তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বরযাত্রীসহ বর আসার কথা ছিল দুপুরে। তার মৃত্যুর পর বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
গৌরনদী থানার মডেল থানার ওসি আফজাল হোসেন সমকালকে জানান, লোকমুখে খবর পেয়ে এসআই মো. শাহ্জাহানকে বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে তিনি ওই তরুণীর মৃতদেহ থানায় নিয়ে আসেন।
তরুণীর চাচা উপজেলার বেচবাতি গ্রামের আব্দুল হাই সরদার সমকালকে জানান, বুধবার বিকেলে লিজা তাদের একটি পরিত্যক্ত ঘরে ঘুমাতে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে ওই ঘরের আড়ার সঙ্গে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন স্বজনরা। তারা দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের প্যারামেডিকেল চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম সমকালকে বলেন, জরুরি বিভাগে আনার পর মেডিকেল অফিসার ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। তরুণীকে নিয়ে আসা লোকজন তখন লাশ ফেলে গা ঢাকা দেয়।
এসআই মো. শাহজাহান বলেন, লাশের সুরতহাল করেছি। গলায় ফাঁস লাগানোর কালো দাগ পেয়েছি। তরুণীর অভিভাবকরা জানিয়েছেন, পাত্র পছন্দ না হওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে লিজা আত্মহত্যা করতে পারে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন