- সারাদেশ
- নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শাওন হালদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন হালদার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মুদিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে।
উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই গৌতম কুমার জানান, শাওন হালদার মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ঢাকা যাচ্ছিলেন। যানটি পোনা এসএস পেট্রোল পাম্পের সামনে পৌঁছলে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সাথে সজোরে ধাক্কা খায় এবং চালক শাওন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন