- সারাদেশ
- কৃষি উদ্যোক্তা শাহিদা বেগমের পাট ক্ষেত পরিদর্শনে পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক
কৃষি উদ্যোক্তা শাহিদা বেগমের পাট ক্ষেত পরিদর্শনে পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক

ফরিদপুর তথা দেশের সেরা সফল কৃষি উদ্যোক্তা পেঁয়াজ বীজ উৎপাদনে কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় একাধিক পুরস্কার প্রাপ্ত কৃষক শাহিদা বেগমের পাট ক্ষেত পরিদর্শন করেছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের পরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।
বৃহস্পতিবার সকালে তিনি ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর মাঠে বিজেধারআই তোষা পাট ৮ এর প্লট পরিদর্শন করেন। এসময় মাঠে উপস্থিত ছিলেন কৃষক শাহিদা বেগম, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুজিবর রহমান, কৃষক বক্তার হোসেন খানসহ স্থানীয় কৃষকরা।
পাট ক্ষেত পরিদর্শনকালে কৃষিবিদ ড. নার্গীস আক্তার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকারের নির্দেশেই আমরা কৃষকের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কৃষক যাতে অল্প খরচে অধিক লাভবান হতে পারে, সে জন্য আমরা পাটের নতুন জাত উদ্ভাবন করেছি। এখন আমরা নিজেরাই পাটের বীজ উৎপাদন করে নিজেদের চাহিদা পূরন করতে চেষ্টা করছি। সে জন্য বীজ উৎপাদনে আমরা চাষিদের প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লট দিয়ে সহযোগিতা করছি। আশা করছি, এ ধারা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই আমরা পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হব। তখন বাইরের বীজের প্রয়োজন হবেনা।
এ সময় কৃষি উদ্যোক্তা শাহিদা বেগম বলেন, আমি শুধু পেঁয়াজ বীজ উৎপাদনে সীমাবন্ধ নেই। পেঁয়াজ বীজের পাশাপাশি পেঁয়াজ, পাট, ধান, গম, মসুর, সরিষা, কালোজিরা, হলুদসহ বিভিন্ন প্রকার ফসল উৎপাদন করছি। এসব ফসলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির আম বাগানও করেছি। কৃষি কাজ করে আমি হয়েছি সফল উদ্যোক্তা। আমার খামারে সারা বছরই কাজ করে অনেক নারী পুরষ । তারা নিজেদের পরিবার পরিজন নিয়ে ভালো আছেন।
মন্তব্য করুন