নড়াইলের চরকান্দিপাড়া গ্রামের রাজু হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কেরামত আলী এ আদেশ দেন। কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- নড়াগাতির চরকান্দিপাড়া গ্রামের বুলু শেখ, দাউদ শেখ, নাসিম শেখ, সেকোন শেখ, কুট্টি শেখ, শামীম শেখ ও দুল শেখ। রায় ঘোষণার সময় আসামি শামীম ও দুল পলাতক ছিলেন । রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাড. নূর মোহাম্মদ।  

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩০ এপ্রিল নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের আ. সালাম শেখের ছেলে রাজু শেখ (২৫) কলাবাড়িয়া হাটে থেকে বিকেলে বাড়ি ফিরছিলেন। পথে কেরামতের মুদি দোকানের কাছে আসলে পূর্ব শত্রুতার জেরে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ বাদী হয়ে ২০০৪ সালের ২মে নড়াগাতি থানায় ৮জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। আসামিদের মধ্যে মোসলেম শেখ মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেন আদালত।