- সারাদেশ
- ওসমানীনগরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
ওসমানীনগরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রতীকী ছবি
সিলেটের ওসমানীনগরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামের ছাতির মিয়ার ছেলে সুমায়েল আহমদ (৬) ও তার ফুফাত বোন জাকিয়া বেগম (৫)।
জানা যায়, সুমায়েল ও জাকিয়া সকাল থেকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। অনেকক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। সন্দেহ হলে পুকরে নেমে তাদের খোঁজা হয়। একপর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) ওয়ার্ড সদস্য হুসিয়ার আলী বলেন, পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন