গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাইবান্ধা রেলস্টেশনের ২ নম্বর রেলগেট সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আবুল কাশেম। তিনি জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর। তার পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা রেলস্টেশনের ২ নম্বর রেলগেটের সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ডের কাছে পৌঁছালে ওই নারী চলন্ত ট্রেন থেকে পড়ে যান। এতে মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয় লোকজন উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।