সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁও সীমান্তে ভারতীয় খাসিদের গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ১২৫৫ নম্বর পিলারের ৮ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাঝেরগাঁও গ্রামের হেমন্ত দাসের ছেলে সুধাংশু দাস ও তোতা মিয়ার ছেলে মুখলেছুর রহমান।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, ওই দুই বাংলাদেশি গরুর ঘাস কাটতে কাটতে সীমান্তে গেলে ভারতীয় খাসি নাগরিকরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ দু'জন আশঙ্কামুক্ত বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, সুধাংশুর পায়ে ও তোতার হাতে গুলি লেগেছে। তাঁরা সেখান থেকে আহত অবস্থায় ফেরার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।