লালমনিরহাটের হাতীবান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে শ্বশুরের ছুড়ে দেওয়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন গৃহবধূ মাহমুদা বেগম (২৫)। গত বুধবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মাহমুদা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ওই রাতেই মাহমুদার বাবা আব্দুল মালেক বাদী হয়ে হাতীবান্দা থানায় মামলা দায়ের করলে পুলিশ ননদ আঁখিয়া বেগমকে গ্রেপ্তার করে।

জানা গেছে, ছয় বছর আগে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামের মাহমুদার সঙ্গে একই উপজেলার আতোয়ার রহমানের ছেলে হামিদুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর বাড়ির কারও সঙ্গে তাঁর বনিবনা হচ্ছিল না। বিভিন্ন সময় মাহমুদার ওপর শ্বশুর, শাশুড়ি ও ননদ অত্যাচার চালাতেন। জীবিকার সন্ধানে স্বামী ঢাকায় থাকায় একমাত্র কন্যা সন্তানকে নিয়ে মাহমুদা একাই বাড়িতে থাকতেন। সর্বশেষ বুধবার রাত ১০টার দিকে শ্বশুর আতোয়ার পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় মাহমুদার ওপর অ্যাসিড ছোড়েন। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হাতীবান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেপ এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আঁখিয়াকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।