- সারাদেশ
- পৃথক মাদক মামলায় একজনের যাবজ্জীবন, নারীর ১০ বছরের জেল
পৃথক মাদক মামলায় একজনের যাবজ্জীবন, নারীর ১০ বছরের জেল

রংপুরে পৃথক দুটি মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও এক নারীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২-এর বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার মিঠাপুকুর উপজেলার কেশবপুরের শাহাবুল ইসলাম ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিসা কোটাল এলাকার পয়মন খাতুন।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৪ নভেম্বর রংপুরে ৩৭ বোতল ফেনসিডিলসহ শাহাবুলকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব মামলা করলে ৯ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আসামি শাহাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ওই বছরের ৩০ নভেম্বর রংপুর থেকেই গ্রেপ্তার হন পয়মন। ডিবি পুলিশ তাঁকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় তাজহাট থানায় পুলিশ বাদী হয়ে মামলা করলে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। যুক্তিতর্ক শেষে আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী নয়নুর রহমান টফি দু'জনের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন