- সারাদেশ
- চট্টগ্রামে দুদকের মামলায় কানুনগো কারাগারে
চট্টগ্রামে দুদকের মামলায় কানুনগো কারাগারে

প্রতীকী ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নামজারি জালিয়াতির দুর্নীতি মামলায় দীনেশ কান্তি চাকমা নামে এক কানুনগোকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়ার আদালত এ আদেশ দেন। তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত। তিনি রাঙামাটি সদর উপজেলার ভূমি অফিসে কানুনগো হিসেবে কর্মরত।
চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, দুদকের দায়ের করা দুর্নীতি মামলায় ভূমি অফিসের কানুনগো দীনেশ কান্তি চাকমা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া সাব-রেজিস্ট্রি অফিসে নামজারি জালিয়াতি করা হয়। ২০১৯ সালের ২৮ জানুয়ারি তৎকালীন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় ২-এর উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দীন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় জামিন নিতে এসেছিলেন তিনি।
মন্তব্য করুন