- সারাদেশ
- বগুড়ায় তিন দিন বয়সী নবজাতক উদ্ধার
বগুড়ায় তিন দিন বয়সী নবজাতক উদ্ধার

উদ্ধার নবজাতক - সমকাল
বগুড়ার জলেশ্বরীতলা এলাকার পৌরসভা লেনের একটি বাসার সামনে থেকে একটি নবজাতক মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। বাচ্চাটির আনুমানিক বয়স তিন দিন। সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর তাজলিমুর রহমান বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্লিনিকে নিয়ে যান।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভা লেনের এক বাসিন্দা তাঁর বাসার সামনে ওই নবজাতককে কান্নারত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে বাচ্চাটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়।
তাজলিমুর রহমান জানান, প্রাথমিক চিকিৎসার জন্য প্রথমে ওই নবজাতককে ক্লিনিকে, পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানা তাসনিম জানান, বাচ্চার অবস্থা ভালো আছে। প্রাথমিকভাবে কোনো সমস্যা পাওয়া যায়নি।
মন্তব্য করুন