- সারাদেশ
- রোহিঙ্গা ক্যাম্পে মাটি খুড়ে মিলল ২০ লাখ টাকা, আটক ২
রোহিঙ্গা ক্যাম্পে মাটি খুড়ে মিলল ২০ লাখ টাকা, আটক ২

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পৃথক অভিযান চালিয়ে ২১ লাখ ৩৮ হাজার ৫০০ নগদ টাকাসহ দুই রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শুক্রবার নয়া পাড়া ও চাকমরকুল ক্যাম্পে অভিযান চালিয়ে টাকাসহ তাদের আটক করে।
এসব তথ্য নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে শুক্রবার নয়াপাড়া ক্যাম্পের আই ব্লকে রোহিঙ্গা হাজী সুলতানের ঘরে অভিযান চালিয়ে মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর তল্লাশি করে নগদ ২০ লাখ টাকা উদ্ধার করা হয়। এসময় নুর বারেক নামের রোহিঙ্গাকে আটক করা হয়।
তিনি জানান, একইদিন টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার ৫০০ টাকাসহ মোহাম্মদ আলম নামের অপর রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন