- সারাদেশ
- মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৪
মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৪

ছবি: সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকাগামী দাঁড়ানো একটি বালুভর্তি ট্রাকের পেছনে যাত্রীবাহী বিনিময় পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল বিষটি নিশ্চিত করে জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন হাসপাতালে মারা গেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন