- সারাদেশ
- বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্বামী-স্ত্রীর মৃত্যু
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রতীকী ছবি
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত স্বামী-স্ত্রী মারা গেছেন। শুক্রবার রাতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা মশিউর রহমান (৩৫), তাঁর স্ত্রী বিলকিস বেগম (৩০), নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শহিদুল ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৪০) ও বাসচালক গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কোব্বাত আলীর ছেলে সুজন মিয়া (৩০)। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই পোশাকশ্রমিক। ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় যাচ্ছিলেন তারা।
আজ শনিবার বেলা এগারোটায় এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম। তিনি বলেন, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাস ও নওগাঁ ট্রাভেলস নামের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসচালক সুজন মিয়া ও যাত্রী ফেন্সি বেগম নিহত হন। গুরুতর আহত উভয় বাসের আরও ১০ যাত্রী বগুড়ায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে যাত্রী মশিউর রহমান ও তাঁর স্ত্রী বিলকিস বেগম শুক্রবার রাতে মারা গেছেন।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতদের লাশ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন