- সারাদেশ
- কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত, আহত ৩
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত, আহত ৩

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় লোকমান মণ্ডল (৭০) নামের এক কৃষক মারা গেছেন। আজ শনিবার সকাল ৭টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জের পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি মেজবা উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বাড়ি কালীগঞ্জে উপজেলার রাখালগাছি ইউনিয়নের খোশালপুর গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লোকমান মণ্ডল শনিবার সকালে নসিমনে নিজের ক্ষেতের সবজি বিক্রি করতে বারোবাজার যাচ্ছিলেন। পিরোজপুর পৌঁছালে পেছন থেকে একটি বালুভর্তি ট্রাক নসিমনটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে লোকমান মণ্ডল মারা যান। মারাত্মক আহত হন তিনজন।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্য করুন