- সারাদেশ
- পানের বরজে মিলল বিশাল গাঁজা গাছ
পানের বরজে মিলল বিশাল গাঁজা গাছ

জব্দ করা গাঁজা গাছ
খুলনার পাইকগাছা থেকে বিশালাকৃতির একটি একটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।
শনিবার সকালে গাছটি জব্দ করা হয়।
এ ঘটনায় গাছের মালিক সঞ্জয় দে (৪৬) কে আটক করা হয়েছে। তিনি উপজেলার হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সঞ্জয়ের পানের বরজ থেকে এ গাঁজা গাছ জব্দ করে।
স্থানীয়রা জানায়, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করে আসছিলেন।
যে গাছটি জব্দ করা হয়েছে তার বয়স এক বা দেড় বছর হবে বলে ধারণা করছে পুলিশ।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, গাঁজা গাছটি অনেক বড়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন