জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর স্টেশনে একতা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার সাড়ে ছয় ঘণ্টা পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ।

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন বলেন, পাবনার ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে সাড়ে ৬ ঘণ্টা চেষ্টার পর লাইনচ্যুত বগি উদ্ধার করে। এরপর বেলা পৌনে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে শনিবার ভোর ৫টার দিকে একতা এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এ সময় জয়পুরহাট, দিনাজপুর, নিলফামারী, রাজশাহী, যশোর ও খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ অবস্থায় আক্কেলপুর রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, জয়পুরহাটে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস, সান্তাহার রেলস্টেশনে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ও চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস আটকা পড়ে বলে জানান তোফাজ্জল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার সমকালকে জানান, একতা এক্সপ্রেস ট্রেনটির ৯ নম্বর বগির স্প্রিং দূর্বল ছিল। সেই সাথে ল্যাট্রিনের কমোড ট্যাঙ্কি ভেঙ্গে লাইনের সাথে ধাক্কা খাওয়াতে ওই বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে সেখানে রিলিফ ট্রেন গিয়ে বগি লাইনে উঠানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে উত্তরাঞ্চলের সাথে সবরুটে ট্রেন চলাচল শুরু করেছে।