ময়মনসিংহের ত্রিশালে মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে ত্রিশাল পৌর শহরের কোর্ট ভবন নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার রায়মনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না আক্তার (৩০) ও মেয়ে সানজিদা আক্তার (৬)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, সাড়ে নয় মাসের গর্ভবতী স্ত্রীর পরীক্ষা-নিরীক্ষা করাতে হাসপাতালের দিকে যাচ্ছিলেন স্বামী জাহাঙ্গীর আলম। সঙ্গে ছিল তাদের মেয়ে সানজিদা। হাসপাতালের কাছাকাছি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে ওই নারীর গর্ভে থাকা শিশুটি বেঁচে রয়েছে।

এ ঘটনায় ট্রাকচালক-হেলপারকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন।