- সারাদেশ
- তেঁতুলিয়ার মহানন্দায় আবারও ধরা পরলো ৩০ কেজির বাঘাইড়
তেঁতুলিয়ার মহানন্দায় আবারও ধরা পরলো ৩০ কেজির বাঘাইড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে আবারও ৩০ কেজি ওজনের একটী বাঘাইড় মাছ ধরা পড়েছে।
শনিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ২০ যুবক জাল দিয়ে মাছটি ধরেন। পরে বিক্রি না করে মাছটি ভাগাভাগি করে নেন ওই ২০ যুবক।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে বাংলাবান্ধা গ্রামের ২০ যুবকের একটি দল মহানন্দা নদীতে মাছ ধরতে যান। টানা জাল নদীতে ফেললে তারা বড় ধরণের মাছের অবস্থান বুঝতে পারেন। পরবর্তীতে সবাই একত্রিত হয়ে বাঘাইড় মাছটিকে নদী থেকে ডাঙ্গায় তুলেন।
স্থানীয়দের ধারণা, সীমান্তবর্তী এলাকা মহানন্দা নদী ভারত থেকে প্রবাহিত হওয়ায় বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে।
২০ যুবকের ওই দলের একজন সদস্য মনির হোসেন। তিনি বলেন, আমরা বাঘাইড় মাছটি বিক্রি না করে ২০ জন মিলে ভাগাভাগি করে নিয়েছি। মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা দেখার জন্য ভিড় শুরু করেন।এর আগে গত ৫ জুলাই বাংলাবান্ধা ইউনিয়নের একই নদীতে আরেকটি ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছিল। স্থানীয় বাজারে মাছটি কেটে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
মন্তব্য করুন