- সারাদেশ
- চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু, শনাক্তের হার ২০.৩৯ শতাংশ
চট্টগ্রামে করোনায় নারীর মৃত্যু, শনাক্তের হার ২০.৩৯ শতাংশ

ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম চেমন আরা বেগম (৭০)। তিনি চট্টগ্রাম বন্দর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এদিন চট্টগ্রাম বিভাগে নতুন করে আরও ৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এর আগে গত ৪ জুলাই চট্টগ্রামে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩৬৬ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী সমকালকে জানান, চট্টগ্রামের ছয়টি ল্যাবে সব মিলিয়ে ২০১টি নমুনা পরীক্ষা করে ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৩৯ শতাংশ। এর আগের দিন শনাক্তের এ হার ছিল ১৪ দশমিক ৯৭ শতাংশ। তারও আগের দিন করোনা শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৯৬ শতাংশ।তিনি আরও জানান, নতুন আক্রান্তদের ৩৮ জন চট্টগ্রাম মহানগরের ও তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯৮৮ জন। এদের মধ্যে চট্টগ্রাম মহানগরের ৯৩ হাজার ২৬৯ জন এবং বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৭১৯ জন বাসিন্দা রয়েছেন। এছাড়া চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ১ হাজার ৩৬৬ জনের মধ্যে ৭৩৬ জন মহানগরের এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলায় বাসিন্দা।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
মন্তব্য করুন