- সারাদেশ
- খুলনায় গলাকাটা গর্ভবতী ২ হরিণ উদ্ধার
খুলনায় গলাকাটা গর্ভবতী ২ হরিণ উদ্ধার

প্রতীকী ছবি
খুলনার দাকোপ থেকে গলাকাটা দুটি গর্ভবতী হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার সকালে উপজেলার সুতারখালী গ্রামের সিদ্দীক গাজীর বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। সিদ্দিক গাজী ওই গ্রামের মৃত আফসার গাজীর ছেলে।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সুতারখালি ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার শেখ আসাদুর জানান, তারা শুক্রবার রাতে বনের অভ্যন্তরে নিয়মিত টহল দেওয়ার সময় সুতারখালি খালে একটি ফাঁকা নৌকা দেখতে পান। এই খালটির একপারে গ্রাম ও অন্য পারে সুন্দরবন। রাতে ওই নৌকায় রক্তের দাগ দেখা যায়। তারা নদীর চর থেকে মানুষের পায়ের ছাপ দেখে গ্রামের রাস্তায় এগিয়েও রক্ত দেখতে পান। তখন সন্দেহ হয়, গ্রামের কেউ হয়তো বন থেকে হরিণ শিকার করেছে।
তিনি জানান, রাতে বন কর্মীরা ওই গ্রামে সোর্সের মাধ্যমে খোঁজ নিতে থাকেন। পরে নিশ্চিত হওয়া যায় সিদ্দিক গাজীর বাড়িতে গলাকাটা হরিণ নেওয়া হয়েছে। সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে দুটি হরিণ উদ্ধার করা হয়। তার মধ্যে একটির পেট কেটে তারা বাচ্ছা বের করেছিল। বাকিটাও গর্ভবতী, তবে তার পেট কাটা হয়নি। এই হরিণ দুটির ওজন প্রায় ৪০ কেজি।
এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ফরেস্ট স্টেশনের স্টেশন অফিসার শেখ আসাদুর।
মন্তব্য করুন