কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের দেড় মাসের মাথায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে মারুফ হোসেন (২২) নামে এক দিনমজুর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া গ্রামে মারুফ হোসেনের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মারা যাওয়ার ওই দিনমজুর ওই এলাকার বাসিন্দা মনির হোসেনের ছেলে।

এ ঘটনায় মারুফের স্ত্রী তানিয়া বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় মাস আগে মারুফ ও তার স্ত্রী তানিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়েতে মারুফের মা রাজি ছিল না। তবে কিছুদিন আগে মারুফের মা তাদের বিয়ে মেনে নেয়।

এদিকে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে মায়ের সঙ্গে মারুফের কথাকাটাকাটি হতো। এরই মধ্যে শনিবার সকালে সকলের অগোচরে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করে মারুফ। বিষয়টি টের পেয়ে মারুফের স্ত্রী এলাকাবাসীকে খবর দেয়। কিন্তু তারা মারুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরবর্তীতে পুলিশকে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানার এসআই আনোয়ার হোসেন হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এরপর ময়নাতদন্তের জন্য মারুফের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসতাপালের মর্গে প্রেরণ করা হয়।